সিংগাবরুনায় আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল ২৪ শে ডিসেম্বর বুধবার বাংলাদেশ আওয়ামীলীগ ১ নং সিংগাবরুনা ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মাটিফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শেরপুর জেলা আ’লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলার দায়িত্ব প্রাপ্ত নেতাদ্বয় জেলা আ’লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট সুব্রত কুমার দে ভানু ও সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ও লছমনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন মিনাল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর ৩ আসনের সাবেক এমপি খন্দকার মুহম্মদ খুররম, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক এম.এ.মতিন, উপজেলা আ’লীগের অন্যতম সদস্য আলহাজ্ব মোহসিনুল বারী রুমি, শেরপুর জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি ও শ্রীবরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, উপজেলা আ’লীগ নেতা এডভোকেট শাহীদ উল্লাহ শাহী, শেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী প্রমুখ। এসময় শেরপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক আলমগীর হোসেন ঢনা, আ’লীগ নেতা মোঃ আক্রাম হোসেন, আবু সাঈদ, আলহাজ্ব মাহবুবুর রহমান সুজা, আলহাজ্ব আবুল কালাম আজাদ, মোঃ আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফেরদৌস আলী, শ্রমিক নেতা, হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেরাজ চৌধুরী সহ উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে ৫জন প্রার্থী থাকায় ও সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থী থাকায় কোন প্রকার সমঝোতায় আসতে না পারার কারণে উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটির সভায় যাকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হবে সেই সিদ্ধান্তই সকল প্রার্থী মেনে নেওয়ায় কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক মোতাহারুল ইসলাম লিটন।