ঝিনাইগাতীতে বড়দিন পালিত

প্রার্থনারত খ্রীষ্টানগণ
প্রার্থনারত খ্রীষ্টানগণ

খ্রীষ্টান ধর্মাবলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ২৫ ডিসেম্বর বড়দিন। দিনটি জাঁক জঁমক ভাবে ধর্মীয় গার্ম্বিযের মাধ্যমে পালন করা হয় সকল আদিবাসী অধ্যুষিত এলাকা মরিয়ম নগর মিশনসহ অন্যান্য ধর্ম পল্লীতে। চারিদিকে নানা রংঙ্গে সাজিয়েছেন আদিবাসী পল্লী গুলো। আদিবাসী পল্লী গুলোর মধ্যে মরিয়ম নগর মিশন, বাকাকুড়া ও নক্সীতে ধর্মীয় উৎসব পালন করা হয়। আদিবাসী পল্লীতে নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। মরিয়ম নগর মিশনে সকাল ৭.৩০ ও ৯ টায় প্রার্থনা করা হয়। পরিচালনা করেন মরিয়ম নগর ধর্ম পল্লীর  সহকারী পাল পুরোহিত ফাদার সুবল খজু সি.এস.সি। আদিবাসী পল্লীতে বড় দিনকে কেন্দ্র করে সকল আত্মীয় স্বজন একত্র হয়ে তৈরী হয়েছে এক মিলন মেলার। দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল, র‌্যাফেল লটারীর ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগীতা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend