ছাত্র ঐক্য পরিষদের উদ্দ্যোগে শহীদ মিনার
সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছাত্র ঐক্য পরিষদের উদ্দ্যেগে সংগঠনের অর্থায়নে বুধবার সন্ধ্যায় শহীদ মিনারের ভিত্তি প্রস্তরের শুভ উদ্ভোধন করা হয়। শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ধানশাইল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাজু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিন শাখার সহ-সভাপতি সুলাইমান হোসেন, ধানশইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাজ উদ্দিন সাজু, ইঞ্জিনিয়ার সুমন আহম্মেদ, এ্যাডভোকেট আরিফ হোসেন, গোলাপ হোসেন মাষ্টার ও বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন সহ আরোও অনেকে। স্বাধীনতার ৪৩ বছর পেরিয়ে গেলেও ধানশাইল উচ্চ বিদ্যালয় মাঠে কোন শহীদ মিনার স্থাপিত না হওয়ার কারণে বিজয়ের এই মাসে ধানশাইল এলাকার ছাত্র সংগঠন ছাত্র ঐক্য পরিষদের অর্থায়নে এ শহীদ মিনার স্থাপনের উদ্দ্যেগ নেন এবং এরই ধারাবাহিকতায় অত্র বিদ্যালয় মাঠে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।