শেরপুরে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বড় দিন পালিত
খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপি জেলার বিভিন্ন খ্রীষ্টান মিশন এবং ধর্মীয় উপাসনালয়ে চলে উৎসবের আমেজ। বিশেষ করে জেলা সদরের চরশ্রীপুর, পৌর এলাকার কসবা গারো পল্লী, সীমান্তের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর আদিবাসি খ্রীষ্টান ধর্মপল্লী, নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর ধর্মপল্লী ও শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা আদিবাসী খ্রীষ্টান ধর্মপল্লীসহ বিভিন্ন এলাকার ২৯ টি গীর্জায় প্রায় ২০ হাজার খ্রীষ্ট ধর্মে দীক্ষিত গারো আদিবাসীসহ খ্রীষ্ট ভক্ত শুভ বড় দিন উদযাপন করেন। এছাড়া ওইসব এলাকার বিভিন্ন বাড়ি-বাড়ি আলোকসজ্জা এবং ঘরবাড়িও সাজানো হয়। জেলার বাইরে অবস্থানরত আত্মীয়-স্বজনরা এবং কর্মরত লোকজন বড় দিনের ছুটি নিয়ে বাড়ীতে এসে পরিবারের সদস্যদের সাথে দিনটির আনন্দ উপভোগ করেছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি দিনব্যাপি বিভিন্ন গির্জার পাশে চলে শিশুদের এবং আদিবাসী পণ্যের মেলা।
তাদের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, খ্রীষ্ট ভক্ত বিভিন্ন গীর্জায় আরাধনা ও প্রীতিভোজের আয়োজন, কেক কাটা, যীশুর জন্মস্থান প্রতীকি গোয়াল ঘর তৈরী করে আরাধনা, খ্রিষ্টমাস গাছ সাজানো, বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাওয়া ও প্রীতি ভোজ এবং আত্মীয় স্বজনদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করা।