শ্রীবরদী সদর ইউনিয়নে আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত
রোববার শেরপুরের শ্রীবরদী উপজেলার ৬নং শ্রীবরদী সদর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুরে দহেরপাড়স্থ নব নির্মিত ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের এক আলোচনা সভা উপজেলা আ’লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা’র সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন মিনাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মুহম্মদ খুররম, যুগ্ম আহ্বায়ক এম.এ. মতিন, জেলা আওয়ামী আইনজীবি পরিষদ সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, আ’লীগ নেতা আলহাজ্ব মোহসিনুল বারী রুমি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, উপজেলা মহিলা আ’লীগের আহব্বায়ক লাবিনা আক্তার লিমা, আ’লীগ সদস্য এডভোকেট শাহীদ উল্লাহ শাহী, এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, একেএম ওবায়ুদর রহমান খায়ের মুন্সী, অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা, এডিএম শহিদুল ইসলাম, আলহাজ্ব আবুল কালাম আজাদ, আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান দুলা, ছাত্রলীগ আহব্বায়ক মেরাজ উদ্দিন চৌধুরী প্রমুখ।
এসময় শেরপুর জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আবু সামা কবির, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক আলমগীর হোসেন ঢনা, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর জেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিন্টু সহ বিপুল সংখ্যক আ’লীগ নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে ৭জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ১৪ জন প্রার্থী থাকায় উভয় পদের প্রার্থীরা অমিমাংসিত থাকায় তথা কোন প্রকার সমঝোতায় আসতে না পারার কারণে উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটির সভায় যাকে সভাপতি/সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হবে সেই সিদ্ধান্তই সকল প্রার্থী মেনে নেওয়ার অঙ্গীকার করায় কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়। মিনহাজ উদ্দিন মিনাল বক্তব্যে বলেন-দেশে বিএনপি জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র সাহসের সাথে মোকাবেলা করে দলকে সু-সংঘটিত করে তার নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে গণমানুষের অধিকার সহ মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষ বর্তমান সরকারের মাধ্যমে সার্বিক ভাবে শান্তিতে বসবাস করছে। মুক্তিযোদ্ধের স্বপক্ষের সকল সৈনিকদের সমৃদ্ধ দেশ গঠনের সার্বিক সহযোগীতা করার উদাত্ত আহ্বান জানান সাবেক এই তুখোর ছাত্র নেতা।