ঢামেক হাসপাতালে মোয়াজ্জেম হোসেন আলাল
তিন দিনের রিমান্ড মঞ্জুরকৃত যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অসুস্থ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার রাত ৮টার দিকে চকবাজার থানার ওসি আজিজুল হক তাকে হাসপাতালে নিয়ে যান।
বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রেশমা আক্তার জানান, বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত কারণে তাকে হৃদরোগ বিভাগে পাঠানো হয়েছে।
এর আগে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে রবিবার দুপুরে তাকে হাজির করেন চকবাজার থানার ওসি (তদন্ত) ইলিয়াস ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে বিকেলে তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
চকবাজার থানায় ২৪ ডিসেম্বর দায়ের করা মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার দেখানো হয়। গাড়ি ভাঙচুর, হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ। লালমাটিয়ার বাসা থেকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।