৫০ নাগরিকের পূর্ণাঙ্গ বিবৃতি দিতে প্রথম আলোকে নির্দেশ
‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ সংক্রান্ত প্রকাশিত সংবাদে সকল নাগরিকের দেওয়া পূর্ণাঙ্গ বিবৃতির কপি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে দৈনিক প্রথম আলোর সম্পাদককে নির্দেশ দিয়েছেন আদালত।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ে এ সব বিবৃতির পূর্ণাঙ্গ কপি জমা দিতে আদেশ দেওয়া হয়।
প্রথম আলোর প্রকাশিত সংবাদ আমলে নিয়ে রবিবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান তার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এ আদেশের কথা বলেন।
তিনি বলেন, ‘গত ২ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে সাজা প্রদান করে আদেশ দেন। এরপর ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলো বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ সংবাদ প্রকাশ করে। একই আদলে গত ২৩ ডিসেম্বর নিউইয়র্ক টাইমস একটি সম্পাদকীয় প্রকাশ করে।’
রেজিস্ট্রার বলেন, ‘এই সংবাদগুলো ট্রাইব্যুনালের নিকট বাংলাদেশের বিচার বিভাগের প্রতি কটাক্ষ করার শামিল বলে প্রতিয়মান হয়েছে। তাই প্রথম আলোকে দেওয়া ৫০ নাগরিকের বিবৃতির পূর্ণাঙ্গ কপি দেখতে চেয়েছে ট্রাইব্যুনাল।’ একই সঙ্গে আদালত নিউইয়র্ক টাইমসের সংবাদটি অনলাইনের মাধ্যমে সংগ্রহ করার চেষ্টা করছে বলেও জানান মোস্তাফিজুর রহমান।