‘গণহারে গ্রেফতার চলছে’
‘দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন বিশদলীয় জোটের সোমবারের সকাল-সন্ধ্যা হরতালকে সামনের রেখে বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে পুলিশ।’
বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘একদলীয় দুঃশাসন নিশ্চিত করতেই ক্ষমতাসীন অবৈধ সরকার দেশব্যাপী এ গ্রেফতার অভিযান শুরু করেছে। কিন্তু এতে তারা পার পাবে না। অতীতেও কোনো স্বৈরাচার পার পায়নি। এ অবৈধ সরকারও পাবে না।’
তিনি অভিযোগ করেন, ‘এখন পর্যন্ত পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করেছে।’
এদিকে, নয়াপল্টনে রিজভী আহমেদের সংবাদ সম্মেলন চলাকালে কে বা কারা বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সোমবারের হরতালে সাংবাদিক, এ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, ফায়ার সার্ভিসের গাড়িসহ জরুরি সেবাপ্রদানকারী সংস্থার গাড়ি আওতামুক্ত থাকবে। এ ছাড়া চট্টগ্রামের লালদীঘি ময়দানে গাউসুল আজম সম্মেলন উপলক্ষে ওই এলাকা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান বিএনপির এ যুগ্ম মহাসচিব।