সাংবাদিকদের বাধার মুখে নিউ এজ কার্যালয় ত্যাগ করল পুলিশ
ইংরেজি দৈনিক নিউ এজের কার্যালয়ে পুলিশ অভিযান চালাতে আসলে পত্রিকাটির সাংবাদিকরা তাতে বাধা দিয়েছেন। রবিবার রাত ৮টার দিকে পুলিশ নিউ এজের তেজগাঁও কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। সাংবাদিকদের বাধার মুখে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ নিউ এজ কার্যালয় ত্যাগ করে।
পত্রিকারটির যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ দ্য রিপোর্টকে পুলিশ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তেজগাঁও জোনের ডিসি মাহবুবুর রহমান জানান, তাদের কাছে খবর ছিল নিউ এজ কার্যালয়ের আশেপাশে নাশকতাকারীরা সংঘবদ্ধ হচ্ছে, তাই পুলিশ সেখানে অভিযানে যায়।
ফরিদ আহমেদ জানান, ‘তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের নেতৃত্বে কয়েকজন পুলিশ নিউ এজ কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় সাংবাদিকরা তাদের বাধা দেয়। পরে পুলিশ সবাইকে ভিডিও করে নেয়।’
তিনি আরও বলেন, ‘এ সময় পুলিশ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা সাংবাদিক হয়েছেন দেখে কি সব কিনে নিয়েছেন?’
এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, ‘আমরা ওখানে গিয়েছিলাম। হরতালে কয়েকজন নাশকতার চেষ্টা করতে ওখানে জড়ো হচ্ছেন এমন অভিযোগ আমাদের কাছে ছিল। পরে সেখানে থেকে চলে এসেছি। তবে নিউ এজ কার্যালয়ে প্রবেশের চেষ্টার বিষয়টি তিনি অস্বীকার করেন।