নিউমার্কেটে আটক ৩, মুক্তিযুদ্ধ যাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

newmarketরাজধানীর সেগুনবাগিচা এলাকার মুক্তিযুদ্ধ যাদুঘরের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকেরা। অন্যদিকে, আজিমপুর এলাকা থেকে পিকেটার সন্দেহে তিন ছাত্রদলকর্মীকে আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ।
বিশদলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সোমবার সকাল পৌনে ১০টা থেকে ১০টার মধ্যে শাহবাগ ও নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, সকাল ১০টার দিকে মুক্তিযুদ্ধ যাদুঘরের সামনে হরতালের সমর্থনে ৪-৫ যুবক একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা যায়নি। এ ছাড়া হরতালে শাহবাগ থানা এলাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, সোমবার সকাল পৗনে ১০টার দিকে মিছিল ও নাশকতার জন্য সংঘবদ্ধ হওয়ার চেষ্টার সময় আজিমপুর এলাকা থেকে তিন ছাত্রদলকর্মীকে আটক করে নিউমার্কেট থানা পুলিশ।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (টহল) রেজাউল করিম দ্য রিপোর্টকে জানান, হরতালের সমর্থনে নাশকতা চালানোর চেষ্টার অভিযোগে ছাত্রদলের তিন কর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত আটকদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend