আরো ১৭ উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি
বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য দেশের ১৭ জেলার ১৭টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে।
এজন্য কর্মসূচি সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তৃতীয় পর্যায়ে দেশের ১৭ জেলায় ১৭টি উপজেলায় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এবার এ কর্মসূচির মাধ্যমে ৪২ হাজার ৫০০ জন সু্বিধা পাবেন জানিয়ে তিনি বলেন, আগামী ১ জানুয়ারি থেকে ১৭টি উপজেলায় কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে। এতে মোট ব্যয় হবে ৬৬১ কোটি ১৯ লাখ টাকা।