কক্সবাজারে ২ ছাত্রদল নেতা আটক
কক্সবাজার শহরের কালুর দোকান এলাকা থেকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পিকেটিংকালে দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।
আটকেরা হলেন, কক্সবাজার আইন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক করিম তাজ (২৬) ও শহর ছাত্রদল নেতা মোজাম্মেল হক (২৪)।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হরতালের কারণে শহরের বিপনি বিতানগুলো প্রায় বন্ধ রয়েছে। কক্সবাজার থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রুটে হালকা যান চলাচল করছে।
সকাল ১০টার দিকে শহরের কালুর দোকান, ঝাউতলা, হলিডে মোড়, রুমালিয়ারছরা, বাসটার্মিনাল ও শহরতলীর খুরুশকুলে খণ্ড খণ্ড মিছিল করেছে বিএনপি সমর্থকরা। তবে হলিডে মোড়ের পিকেটারদের পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
গাজীপুরে পূর্ব নির্ধারিত জনসভায় ১৪৪ ধারা জারির প্রতিবাদ এবং ২০ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সোমবার সারাদেশে হরতাল আহ্বান করে।