গাজীপুরে দুটি বাসে আগুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চান্দনা চৌরাস্তা ও ঢাকা বাইপাস এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা বাইপাস এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সামনের অংশ পুড়ে যায়। রাত সোয়া ১০টার দিকে এক কিলোমিটার দূরে একই মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিন আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।