পিকেটারদের ইটের আঘাতে স্কুল শিক্ষিকার মৃত্যুর প্রতিবাদে শেরপুরে শিক্ষকদের মৌন মিছিল

sherpur-photo-03-31-12-2014বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল চলাকালে সোমবার নোয়াখালীর মাইজদী শহরে পিকেটারদের ইটের আঘাতে নিহত স্কুল শিক্ষিকা শামসুন্নাহার ঝর্ণার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ৩১ ডিসেম্বর বুধবার দুপুরে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় মৌন মিছিল ও সমাবেশ করেছে শিক্ষকরা।

সকালে নালিতাবাড়ী মুক্তমঞ্চ থেকে একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক সমাবেশ অন্যান্যের মধ্যে শিক্ষক শহিদুল ইসলাম, মো নাজিমুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যদিকে বিশাল একটি মৌন মিছিল নকলা শহর প্রদক্ষিণ করে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে অধ্যাপক মেস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম জিন্নাহ, লুৎফর রহমান,ফেরদৌস রহমান জুয়েল, শাহ মোহাম্মদ বুরহান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা শিক্ষক ঝর্নার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হরতাল আহবানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend