‘কামড়’ মামলায় জামায়াত নেতা গ্রেফতার
মহানগর জামায়াতের নায়েবে আমীর বজলুর রহমান বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর আমতলা মোড়ের নিজ বাসা থেকে বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় তাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন পিপিএম জানান, জামায়াতের ডাকা হরতালে বুধবার সকালে শিবির কর্মীদের হামলা ও ‘কামড়ে’ আহত হন নগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল জয়নাল আবেদিন। তিনি দুপুরে অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় নগর জামায়াতের নায়েবে আমীর বজলুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরও জানান, বজলুর রহমান বাচ্চুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।