৫ জানুয়ারি সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
‘গণতন্ত্র হত্যা দিবস’ ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি এখনও পায়নি বিএনপি।
সমাবেশের অনুমতির বিষয়ে জানতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্টোপলিটন পুলিশ ( ডিএমপি) কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক ও সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ডিএমপি কার্যালয়ে যান।
এ প্রতিনিধিদল সেখানে বেশ কিছু সময় অপেক্ষা করলেও কোনো সিনিয়র কর্মকর্তাকে পাননি। পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয়, হরতালের কারণে কর্মকর্তারা বাইরে ও কন্ট্রোল রুমে ডিউটিতে থাকায় তারা অফিসে নেই। পরে তারা ফিরে আসেন।
গত ২২ ডিসেম্বর ডিএমপি বরাবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, মতিঝিল শাপলা চত্বর অথবা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ তিন জায়গার যেকোনো একটিতে ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি চায় বিএনপি।
সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি দ্য রিপোর্টকে জানান, বিএনপির প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাননি। তাদের জানানো হয়, হরতালের কারণে কর্মকর্তারা বাইরে ও কন্ট্রোল রুমে কাজ করছেন।
গত বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেন।
তিনি জানান, ওই দিন সারাদেশে বিক্ষোভ-সমাবেশ, কালো পতাকা মিছিল করবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। একই সঙ্গে ঢাকায় সমাবেশ করা হবে। এই কর্মসূচিতে বাধা না দিয়ে শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ দিতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।