‘আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে পুলিশ’
পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘রাজনৈতিক দলের আন্দোলন-সংগ্রাম দমাতে নয়, আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে পুলিশ।’
তিনি বলেন, ‘আন্দোলনের নামে যেখানে সন্ত্রাস হবে, বোমাবাজি হবে, যেখানে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হবে, সেটা ফৌজদারি অপরাধ হিসাবে গন্য হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করবে। সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে, পুলিশ প্রধান বঙ্গবন্ধুর মাজারে পুষ্পমাল্য অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, ডিএমপির নতুন কমিশনার আসাদুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর, ঢাকার এসপি হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।