অনুমতি না পেলেও সমাবেশ হবে : রিজভী
‘গণতন্ত্র হত্যা দিবস ৫ জানুয়ারি’ ঢাকায় বিএনপির জনসভা নিয়ে পুলিশ টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি দফতরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, ‘অনুমতি না পেলেও তারা ঢাকায় জনসভা করার সিদ্ধান্তে অটল রয়েছেন।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
রিজভী আহমেদ বলেন, ‘এক ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য ৫ জানুয়ারি সরকার তামাশার নির্বাচন করে গণতন্ত্রকে কবরস্থ করেছে। এখন তারা বলছে, ৫ জানুয়ারি ওই তামাশার নির্বাচনের বর্ষপূর্তি উদযাপন করবে।’
তিনি বলেন, ‘আমরা গণতন্ত্র হত্যার ওই দিনটিতে ঢাকায় জনসভার অনুমতি চেয়ে পুলিশের কাছে ইতোমধ্যেই আবেদন করেছি। আমাদের নেতারা আজ (বৃহস্পতিবার) মহানগর পুলিশ দফতরে গিয়েছিলেন। তারা (পুলিশ) বলেছে, জনসভার অনুমতি দেবে না। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, ৫ জানুয়ারি আমাদের কর্মসূচি করতেই হবে। এই লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
বিএনপির নেতারা গোপনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছেন বলে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বক্তব্য অপপ্রচার বলে উড়িয়ে দেন রিজভী আহমেদ।
তিনি বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করতে ওই মন্ত্রী ওইরকম মিথ্যাচার করছেন। আমরা জানি, এ দেশের হাটে-বন্দর-গ্রামে-গঞ্জের মানুষজন জানে, আওয়ামী লীগের নেতারা বিদেশে পাড়ি জমাতে না কি বিমানের টিকেট কেটে রেখেছে।’
৫ জানুয়ারির নির্বাচনের দিন ‘গণতন্ত্র হত্যা দিবসে’ সারাদেশে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।
অন্যদিকে, ওই দিনটি ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে রাজপথে থাকার কথাও ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।