ডেইলি মিররের সংবাদ : শ্রীলঙ্কাতেও ম্যাচ ফিক্সিং করেছেন আশরাফুল
নতুন বছরের প্রথম দিনেই ক্রিকেটের খারাপ সংবাদ। এবারও সেই মোহাম্মদ আশরাফুল এবং ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের বিরুদ্ধে এবার অভিযোগ শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন আশরাফুল। অভিযোগ নয়, আশরাফুল নিজেই স্বীকার করেছেন ফিক্সিংয়ের কথা। এই সতত্য স্বীকার করেছেন তিনি আইসিসির কাছে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার এই সংবাদ দিয়েছে শ্রীলঙ্কান দৈনিক ডেইলি মিরর। পত্রিকাটির সংবাদে বলা হয়েছে, ২০১৩ সালের ২৩ মে আইসিসির এ্যান্টি করাপশন ও সিকিউরিটি ইউনিটির (আকসু) কাছে আশরাফুল এসএলপিএলে ম্যাচ ফিক্সিং করেছেন বলে স্বীকারোক্তিমূলক বিবৃতি দিয়েছেন। আশরাফুলের ভাষ্য মতে, ২০১২ সালের ২৬ আগস্ট রুহুনু রয়্যালস-ওয়েমবা ইউনাইটেডের ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন। আশরাফুল রুহুনু রয়্যালসের হয়ে এসএলপিএলে খেলেছেন।
ডেইলি মিররকে তথ্যটি দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একটি সূত্র। ওই সূত্রের বরাত দিয়ে ডেইলি মিরর বলেছে, ‘দীর্ঘদিন ধরেই এসএলপিএলে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি নিয়ে গুঞ্জন চললেও এতদিন এই বিষয়ে সঠিক কোনো প্রমাণ ছিল না শ্রীলঙ্কান বোর্ডের কাছে। তবে গত মাসে এই বিষয়ে আইসিসির কাছ থেকে যথেষ্ট প্রমাণ পেয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। যেখানে উঠে এসেছে আশরাফুলের নাম।