৯ মাসের শিশুকে হাতব্যাগে ভরে বেড়াতে গেলেন মা!
৯ মাসের ছোট্ট ফুটফুটে শিশু। ওর মা ওকে নিয়ে সাংঘাতিক এক কাণ্ড ঘটিয়েছে। ২৬ বছরের জুয়ে হোসে নামের সেই মা বন্ধুর বাড়িতে যাওয়ার সময় তাঁর ৯ মাসের ছোট শিশুকে ডিজাইনার হ্যান্ডব্যাগে ভরে নিয়ে গিয়েছে।
হ্যান্ডব্যাগ ধরে তার মা চলছে, ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে আসে শুধু শিশুর মুখ। এই ছবিটি আবার পোস্ট করে সেই শিশুর মা লিখেছেন, ডিজাইনার বেবি। সঙ্গে তিনি লিখেছেন এমন একটা ব্যাগ সব মায়ের কাছে থাকা উচিত।
এই ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই একে অমানবিক বলেও অ্যাখা দেন।
সমালোচনা শুনে অবশ্য শিশুর মা বলছেন, শুধু মজা করে ছবি তুলতেই তিনি এই কাজ করেছেন। ওভাবে তিনি নাকি কোনও দিনই তার শিশুকে বয়ে নিয়ে যান না।