বর্ষবরণের রাতে স্বামীর সামনেই স্ত্রী’র শ্লীলতাহানি
মোটরসাইকেল থেকে নামিয়ে গৃহবধূর শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বর্ষবরণের রাতে এই অভিযোগ উঠেছে ভারতের কলকাতায় নিউটাউনের চণ্ডীবেড়িয়ায়।
অভিযোগকারিণীর দাবি, বুধবার রাতে স্বামীর বাইকে চড়ে বাবার সঙ্গে দেখা করতে চণ্ডীবেড়িয়ায় যান। সেই সময় মত্ত অবস্থায় সাত-আটজন যুবক তাদের রাস্তা আটকে দাঁড়ায়। প্রতিবাদ করলে বাইক থেকে টেনে নামিয়ে তাঁর শ্লীলতাহানি করা হয়। নারীকে মারধরও করা হয়। বাধা দিলে মারধর করা হয় তাঁর স্বামীকেও। ওই যুবকেরা সোনার হার, মোবাইল ফোন নিয়েও চম্পট দেয় বলে দম্পতির দাবি।
বুধবার রাতে পুলিশ এফআইআর নিতে চায়নি। বৃহস্পতিবার অবশ্য অভিযোগ নেয় পুলিশ। যদিও, পুলিশের দাবি, রাতে তারাই নারীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠিয়েছিল। বৃহস্পতিবার সকালে দম্পতিকে আসতে বলা হয়েছিল থানায়।
সূত্র: এবিপি