ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এম.আর.টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ
দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শ্রীবরদী উপজেলা শাখা উদ্যোগে ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদাযাপিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী (সাঃ) থাকায় সংপ্তি পরিসরে সরকারী কলেজ রোড আ’লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে ৪ জানুয়ারী সন্ধ্যা ৬টায় দিবসটি পালিত হয়। এক সংপ্তি আলোচনা সভা সংগঠনের আহ্বায়ক মেরাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং জিয়াউল হক জেনারেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, যুগ্ম আহ্বায়ক মোতাহারুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, আ’লীগ নেতা মোশারফ হোসেন, কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা আবু জাফর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফেরদৌস আলী সহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্য নেতাকর্মী । আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে সকলের মুখে তুলে দেন। এক সংপ্তি প্রতিক্রিয়ায় মেরাজ উদ্দিন চৌধুরী বলেন- ১৯৪৮ সালের এই দিনে বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। এই সংগঠন জন্মলগ্ন থেকে দেশের গণতন্ত্র, ভাষা আন্দোলন, শিান্দোলন সহ গণঅভূত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন সর্বপরি গণমানুষের ভোট-ভাতের অধিকার প্রতিষ্ঠার সকল সংগ্রামে অংশ নিয়ে ঐতিহ্য প্রতিষ্ঠা করেছি। আগামী দিনে যে কোন আন্দোলন সংগ্রাম সহ দেশের সার্বভৌমত্ব রা য় ছাত্রলীগের সকল নেতাকর্মীদের সক্রিয় থাকার উদাত্ত আহ্বান জানান মেধাবী এই ছাত্র নেতা।