শেরপুরে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি : শটগানসহ সাবেক ছাত্রদলকর্মী আটক
শেরপুর শহরের রাস্তায় গুলি ছুড়ে ও গাড়ি ভাংচুরের অভিযোগে এহতেশামুল হক শামীম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ৩ জানুয়ারী শনিবার রাতে শহরের নিউ মার্কেট মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি জামালপুরের সর্দারপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মাহফুজার রহমান জানান, শামীম শনিবার রাত ৯টার দিকে প্রাইভেট কারযোগে জেলা প্রশাসকের অফিসের সামনে নয়ানী বাজার এলাকার রাস্তায় দিয়ে যাওয়ার সময় শটগান থেকে এক রাউন্ড গুলি ছুড়েন এবং গাড়ি থেকে নেমে একটি মোটরসাইকেল ও কয়েকটি অটোরিকশাও ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশ নিউমার্কেট মোড় থেকে প্রাইভেট কারসহ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪ রাউন্ড গুলিসহ একটি শটগান জব্দ করে।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, শামীম ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়েরের