খালেদার জন্য নেবুলাইজার
গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়ার জন্য অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার আনা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে নেবুলাইজার গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। এর আগে রাত সোয়া ১০টার দিকে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে অক্সিজেন সিলিন্ডার আনা হয়।
দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার চিকিৎসক ইউনাইটেড হাসপাতালের ডাক্তার ফওয়াজ শুভ।
ফওয়াজ বলেন, ম্যাডাম সুস্থ আছেন। আপাতত তার অক্সিজেনের প্রয়োজন নেই। তবে যদি প্রয়োজন হয় তাই জরুরি অবস্থার কথা বিবেচনা করে অক্সিজেন সিলিন্ডার মজুদ রাখা হয়েছে। পাশাপাশি ম্যাডাম ও নেতাকর্মীদের শ্বাসকষ্টের জন্য নেবুলাইজার আনা হয়েছে।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কার্যালয়ে প্রবেশ করেন সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসিমা আহমেদ। যদিও রাত নয়টার পর ভেতরে প্রবেশ করতে গেলে পুলিশ কড়াকড়ি আরোপ করে। অনুমতি ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলা হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি ভেতরে যান। তিনি প্রায় ৩০ মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলে রাত পৌনে ১১টার দিকে বের হয়ে যান। তখন তার কাছে খালেদার অবস্থা সম্পর্কে জানতে চাইলে নাসিমা আহমেদ বলেন, ম্যাডাম মোটামুটি আছেন। তবে তার শ্বাসকষ্ট হচ্ছে।