রায়পুরে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০
জেলার রায়পুরে সোমবার বিকেলে আওয়ামী লীগের মিছিলে হামলা করেছে বিএনপির কর্মীরা। এ ঘটনার জের ধরে আওয়ামী লীগকর্মীরা রায়পুর উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।
আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত দুজন হলেন কৃষকলীগ নেতা শাহিন ভূঁইয়া ও যুবলীগকর্মী নাঈম। অন্যদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রায়পুর উপজেলার বামনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতকর্মীর মিছিল নিয়ে রায়পুর শহরে আসলে বিএনপিকর্মীরা মিছিলে হামলা চালায়। এ সময় দু’পক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হযেছেন।
পরে আওয়ামী লীগকর্মীরা রায়পুর শহরের বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়।
এদিকে, ঘটনার জের ধরে বিকেল ৫টার দিকে রায়পুর শহরে পৌর কৃষকলীগের সভাপতি শাহিন ভূঁইয়া ও যুবলীগকর্মী নাঈমকে কুপিয়ে আহত করেছেন বিএনপি নেতাকর্মীরা।
কৃষকলীগ নেতা শাহিন ভূঁইয়াকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালীর হাসপাতালে নেওয়া হয়েছে। আর যুবলীগকর্মী নাঈমকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে রায়পুর শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।