নাবালিকার সঙ্গে বলপূর্বক সঙ্গমে অভিযুক্ত যুবরাজ
ব্রিটেনের রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র যুবরাজ অ্যান্ড্রুর বিরুদ্ধে এক নাবালিকার সঙ্গে বলপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ খারিজ করল বাকিংহাম প্যালেস।
যুবরাজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ খারিজ করতে এই নিয়ে দ্বিতীয়বার বিবৃতি দিল বাকিংহাম। ডেইলি মেইলে অভিযোগকারীর নাম ও ছবিও প্রকাশিত হয়েছে।
বাকিংহামের বিবৃতিতে বলা হয়েছে, নাবালিকার সঙ্গে যুবরাজের যৌন সম্পর্কের এই অভিযোগ মিথ্যা। তবে বাকিংহামের তরফে এই বিষয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে একাধিকবার বিবৃতি প্রকাশের ঘটনা অস্বাভাবিক বলেই মনে করছেন সে দেশের সংবাদমাধ্যম।
উদ্ভুত পরিস্থিতিতে প্রিন্স অ্যান্ড্রু এবং রাজপরিবারের সুনাম ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাও করছে প্রশাসনিক মহল। ফ্লোরিডার এক আদালতে দায়ের করা এক অভিযোগের নথিও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
নির্যাতিতা নারীর অভিযোগ, ১৯৯৯ সাল থেকে ২০০২ সালের মধ্যে লন্ডন, নিউ ইয়র্ক এবং ক্যারাবিয়ান একটি দ্বীপে অন্তত তিনবার প্রিন্স অ্যান্ড্রুর তাঁকে যৌনসংগমে বাধ্য করেছিলেন। সেই সময় তাঁর বয়স কম ছিল।
অভিযোগে বলা হয়েছে, যুবরাজেরই এক ধনী ব্যবসায়ী বন্ধু তাঁকে বেশ কয়েকজন অপরিচিতের সঙ্গেও জোর করে যৌনসঙ্গমে বাধ্য করেছেন।