কিশোরগঞ্জে কাউন্সিলরসহ আটক ৯
কিশোরগঞ্জে ট্রেনে আগুন ও অবরোধের দ্বিতীয়দিন নাশকতার চেষ্টার অভিযোগে শহরে অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে বুধবার রাত ৭টার দিকে কাউন্সিলর ও জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম শামীম (৪০), যুবদল নেতা মোস্তাক আহমেদ শাহীন (৪০), মিলন মিয়া (৪৩), যুবদলকর্মী রফিকুল ইসলাম ভূঞা (৩২), ফরিদ আহমেদ (৩৪), বিএনপিকর্মী অব্দুল খালেক (৫০), ছাত্রদল নেতা রমজান আলী (২৩), শামীম (২২) ও বিএনপিকর্মী আব্দুল মান্নানকে (৫৬) আটক করা হয়।
কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার লিটন সাহা ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, মঙ্গলবার রাতে ট্রেনে আগুন দেওয়ার পর থেকে শহরের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। জেলা শহরের বিভিন্ন স্থানে রাতে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালানোর সময় নাশকতার চেষ্টা করায় তাদের আটক করা হয়েছে।