বরিশালে লঞ্চে আগুন, মাহিন্দ্রায় ইটপাটকেলে আহত ৪
বরিশাল নদীবন্দরে নোঙ্গর করা বিএনপি নেতা আজিজুল হক আক্কাসের এমভি জনতা লঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টায় কোরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। এতে লঞ্চের সিট পুড়ে গেছে। অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুরে মাহিন্দ্রায় ইট ছুড়লে চার যাত্রী আহত হন।
স্থানীয় জনতা আগুন দ্রুত নেভানোর ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে লঞ্চটি।
বরিশাল লঞ্চ মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. স্বপন খান জানান, বরিশাল থেকে কালাইয়া অভ্যন্তরীণ রুটে চলাচল করা এমভি জনতা লঞ্চটি বরিশাল নদীবন্দরে ভিড়ানো ছিল। রাত সাড়ে ৮টায় কেরোসিন দিয়ে লঞ্চে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। লঞ্চটি বরিশালের কোতয়ালী বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক আক্কাসের।
এদিকে রাত সাড়ে ৮টায় বরিশাল-ঢাকা মহাসড়কের সাতমাইলে মাহিন্দ্রায় দুর্বৃত্তরা ইট ছুড়লে মাহিন্দ্রা উল্টে চার যাত্রী আহত হন। আহতদের মধ্যে দুজনকে আহত অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।