অবরোধ প্রত্যাহারে ধর্মমন্ত্রীর অনুরোধ
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিশ্ব ইজতেমার স্বার্থে বিএনপি নেতাকে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান।
ময়মনসিংহের গাঙ্গিনারপাড়ের শিববাড়ী রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বুধবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘দেশের শত্রু যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতায় বিএনপি বাংলাদেশের সুনাম নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘বিশ্ব ইজতেমার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। মুসল্লীদের নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান খান মিল্কী, নাজিমউদ্দিন আহমেদ, শহর আওয়ামী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম তারা, দফতর সম্পাদক হোসেন জাহাঙ্গীর বাবুসহ জেলা আওয়ামী লীগের নেতারা।