চৌদ্দগ্রামে ট্রাক ও কার্ভাডভ্যানে অগ্নিসংযোগ
জেলার চৌদ্দগ্রামে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে একটি মালবাহী ট্রাক ও কার্ভাডভ্যানে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর বাস্তার মাথা ও সুজাতপুর এলাকায় বুধবার রাতে অগ্নিসংযোগের ঘটনা দুটি ঘটে। তবে এ দুটি পৃথক ঘটনায় কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নাজির আহমদ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা মহাসড়কের বসন্তপুর রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামগামী পাথরবোঝাই একটি ট্রাকে (ঢাকা মেট্টো-১৮-২৯৫৯) অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ অগ্নিদগ্ধ ট্রাকটি থানায় নিয়ে আসে।
এদিকে, রাত সোয়া ৯টার দিকে মহাসড়কের চিওড়া এলাকায় (সুজাতপুর রাস্তার মথা) ঢাকাগামী একটি কার্ভাডভ্যানে (ঢাকা মেট্টো-ট-১১-৬১১১) দুর্বৃত্তরা আগুন দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং গাড়িটির তেমন কোনো ক্ষতি হয়নি বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির আহমদ জানান।