খুলনায় ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৬
ছাত্রলীগের স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শহরের বাঘমারা ও সাতরাস্তার মোড়ে বুধবার দুপুর থেকে রাত সাড়ে নয়টা পযর্ন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে এজেড মাহমুদ ডন ও শফিকুর রহমান পলাশ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
খুলনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মেজবাউদ্দিন জানান, দুপুরের একটি ঘটনার জন্য রাত ৯টার দিকেডন গ্রুপ থানায় লিখিত অভিযোগ নিয়ে আসে। তবে মামলাটি গ্রহণ করা হয়নি। লিখিত অভিযোগে বলা হয়- ছাত্রলীগ নেতা পলাশ গ্রুপ তাদের তিনজনকে কুপিয়ে আহত করেছে।
থানা থেকে ডন গ্রুপ ফিরে যাওয়ার পর সাতরাস্তার মোড়ে পৌঁছলে পলাশ গ্রুপ তাদের উপর গুলি বর্ষন করে। এ সময় উভয় পক্ষের মধ্যে পিস্তল ও শটগানের ৮/৯ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। ধাওয়া খেয়ে এক গ্রুপ ঈগল পরিবহন অফিসে আশ্রয় নিলে সেখানে গিয়ে প্রতিপক্ষ হামলা করে এবং পরিবহন অফিস ভাঙচুর করে। এ সময় আরও তিনজনকে কুপিয়ে আহত করা হয়।
খুলনা- ২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংঘর্ষের সত্যতা স্বীকার করেন। তিনি জানান, দোষী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাতের ঘটনায় আহতরা হলেন- ইফতেখার (২২), পরিতোষ (২৫) ও বখতিয়ার আমিন (২২)।
এ দিকে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালার সুজন মোবাইলে জানান, ঘটনার সঙ্গে মহানগর ছাত্রলীগ জড়িত নয়। তিনি বলেন, ‘পলাশ ছাত্রলীগ করে না, আর ডন আওয়ামী লীগ নেতা।’