পরিবেশ দূষণ, ২ কারখানাকে ৮২ লাখ টাকা জরিমানা
পরিবেশ দূষণের অভিযোগে জেলার রূপগঞ্জের দুটি শিল্পকারখানাকে ৮২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। ওই দুটি কারখানা মালিককে বুধবার ঢাকার সদর দফতরে তলব করে পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এ দণ্ড প্রদান করেন।
পরিবেশ অধিদফতর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রূপঞ্জের বরপা এলাকার লিতুন ফেব্রিকস লিমিটেডকে ৪০ লাখ ও একই এলাকার এইচ এইচ টেক্সটাইল মিলস লিমিটেডকে ৪২ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং তরল বর্জ্য পরিশোধনার (ইটিপি) নির্মাণ ছাড়া অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি নদী ও জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের অপরাধ করে তারা।