কিশোরগঞ্জে বিনা নোটিশে ব্র্যাক ব্যাংকের শাখা ভাঙার অভিযোগ
কিশোরগঞ্জে জেলা প্রশাসন কোন নোটিশ ছাড়াই একটি ব্যাংকের শাখা ভেঙে ফেলার পদক্ষেপ নিয়েছে। এতে স্থানীয় সহস্রাধিক গ্রাহক ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকির মধ্যে পড়েছে।
কিশোরগঞ্জে স্থানীয় আঁচল সুপার মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্র্যাক ব্যাংক এসএমই কৃষি শাখা ও এসএমই ইউনিট অফিস আছে। এছাড়া এ মার্কেটে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান আছে।
স্থানীয় জেলা প্রশাসন হঠাৎ করেই কোন পূর্ব নোটিশ ছাড়াই আঁচল সুপার মার্কেট ভেঙে ফেলতে আসে। নরসুন্দা নদীর পাশে এ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। কোন পূর্ব নোটিশ ছাড়াই স্থানীয় ম্যাজিস্ট্রেট মার্কেটটি ভেঙে ফেলার অভিযান চালায়। কোন নোটিশ ছাড়া এ অভিযানের প্রতিবাদ করেছে ব্র্যাক ব্যাংক। জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে এর প্রতিবাদ জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
হাওড়ভিত্তিক কিশোরগঞ্জ অঞ্চলে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আছে। ব্র্যাক ব্যাংক এসএমই কৃষি শাখা ও এসএমই ইউনিট অফিসের মাধ্যমে এই এসএমই উদ্যোক্তাদের ব্যবসা প্রসারে সহায়ক ভূমিকা পালন করে আসছে ব্র্যাক ব্যাংক। গ্রাহক স্বার্থ রক্ষায় ব্র্যাক ব্যাংক যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়।