কক্সবাজারে টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ
অবরোধের দ্বিতীয় দিনে দুপুর পর্যন্ত কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেলে অশান্ত হয়ে ওঠে। বিকেল ৩টার পর থেকে বিভিন্ন স্থানে মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা।
প্রত্যক্ষদশীরা জানান, শহরের আলির জাঁহাল এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে জামায়াত নেতাকর্মীরা। এ ছাড়া বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা।
অবরোধের সময় শহর ও আশপাশ এলাকা থেকে ১৬ বিএনপি-জামায়াতকর্মীকে আটক করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টাকালে শহর ও আশপাশ এলাকা থেকে জামায়াত-শিবিরের ৮ ও বিএনপির ৮ কর্মীকে আটক করা হয়েছে।
এদিকে বিকেল ৫টার দিকে শহরের ফজল মার্কেটস্থ প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে দেয় বিএনপি সমর্থকরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে যানবাহনকে ভাঙচুর করার জন্য তাড়া করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, বিএনপি-জামায়াত সমর্থকরা যেন নাশকতা করতে না পারে এ জন্য পুলিশ সতর্কাবস্থায় আছে। পুলিশের পাশাপাশি র্যাবের কয়েকটি টিমও শহরে টহল দিচ্ছে।