রাজধানীতে ৪ গাড়িতে আগুন
সারাদেশে ২০ দলীয় জোটের অবরোধের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যার পর রাজধানীতে চারটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীর মিরপুর ১০, আজিমপুরের এতিমখানা মোড়, পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা ও পল্টনের বায়তুল মোকাররম মসজিদের পাশে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের সামনের রাস্তায় মোট ৪টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে মিরপুর ১০ এ একটি গাড়িতে, সন্ধ্যা ৭টার দিকে আজিমপুরে একটি বাসে, পৌনে ৭টার দিকে ভিক্টোরিয়া পার্কের কাছে তানজিল পরিবহনের একটি বাস এবং বায়তুল মোকাররম এলাকায় ৬টা ২০ মিনিটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বহন করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা ফরিদুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মিরপুর ১০, আজিমপুর, ভিক্টোরিয়া পার্ক ও বায়তুল মোকাররম এলাকায় উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে