হবিগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০
হবিগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে আহতদের স্থানীয় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক কিবরিয়া ও ছাত্রলীগ নেতা তন্ময়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে কলেজে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কোর্টস্টেশন এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। মুহূর্তে সংঘর্ষ শহরের বেবিস্ট্যান্ড, ফায়ার সার্ভিস সড়ক, কলেজ কোয়ার্টার এলাকায় ছড়িয়ে পড়ে। দফায় দফায় অন্তত দুই ঘণ্টা সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫ রাউন্ড রাবার বুলেট ও ১২টি টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন।