সোহরাওয়ার্দীতে আ’লীগের সমাবেশ ১২ জানুয়ারি

c52ef9973e78d91ceef0555141af21fa-awami-league--logoবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ দুই দিন পিছিয়ে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এম আমিনুল ইসলাম সমাবেশ পেছানোরতথ্য দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
১০ জানুয়ারি এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুক্রবার সকাল থেকে শুরু তিন দিনের বিশ্ব ইজতেমার ঠিক আগেই পেছানো হলো সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের সমাবেশ।
যদিও ‘আওয়ামী লীগের ১০ জানুয়ারির মহাসমাবেশ বিশ্ব ইজতেমায় প্রভাব ফেলবে না’ বলে বুধবার মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সমাবেশের বিষয়ে গত মঙ্গলবার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘ওই দিন যে জনসভা হবে আমাদের আনন্দ ও বিজয়ের। জনসভা জনসমুদ্রে রূপান্তরিত করতে হবে। আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনার সকলকে নিয়ে আমরা প্রমাণ করে দেব যে জাতির পিতার আদর্শ এখনো বাংলাদেশে সমুন্নত রয়েছে।’
একই দিন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আমরা ১০ তারিখের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করব। খালেদা জিয়া একটু দেখুক। ১০ তারিখ আমরা তাকে দেখাতে চাই। আমরা প্রমাণ করব আমরা জনগণের দল। আজকে কর্মীদের সমাগম থেকেই প্রমাণ হয় ১০ তারিখে ব্যাপক জনসমাগম হবে

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend