‘তথ্য জালিয়াতির আশ্রয় নিয়েছে বিএনপি’

hanif‘তথ্য সন্ত্রাস বাদ দিয়ে বিএনপি এখন তথ্য জালিয়াতির আশ্রয় নিয়েছে’ বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
‘বিদেশীদের উদ্ধৃত করে বিএনপি গণমাধ্যমে মিথ্যা সংবাদ দিয়ে এ ধরনের জালিয়াতি করছে’ বলেও দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে হানিফ অভিযোগ করেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বৃহস্পতিবারের একটি সংবাদ বিজ্ঞপ্তি আমার কাছে আছে। এখানে লেখা আছে, তাদের উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যমে কিছু প্রতারণা ও মিথ্যা সংবাদ দেওয়া হচ্ছে। এ ধরনের প্রতারণা ও মিথ্যাচারে ক্ষোভ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।’
তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহ। আমি নিজেও ভারতীয় দূতাবাসে কথা বলেছি। জনতা পার্টির সভাপতি নয় বিএনপির পক্ষ থেকেই দু’বার ফোন দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় টেলিফোনটি নষ্ট ছিল।’
তিনি আরও বলেন, ‘বিদেশীদের উদ্ধৃতি দিয়ে বিএনপির এমন মিথ্যাচারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেই সঙ্গে এটি তাদের রাজনৈতিক দৈন্যতারও প্রকাশ।’
এ সময় তিনি বলেন, ‘বিএনপির জন্মই ষড়যন্ত্রে হয়েছে।’
‘খালেদা জিয়া ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন’ উল্লেখ করে হানিফ বলেন, ‘মুসলিম বিশ্বের দ্বিতীয় জমায়েত বিশ্ব ইজতেমা উপলক্ষেও বিএনপি তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেনি। আমরা তাদের বার বার অনুরোধ করেছি। কিন্তু অবরোধ না তুলে খালেদা জিয়া প্রমাণ করেছেন ধর্মের প্রতি তার বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ নেই।’ বিএনপি কোনো যৌক্তিক কারণ ছাড়া জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে বলেও দাবি করেন তিনি।
হানিফ বলেন, ‘খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অসুস্থতার ভান করে নাটক করছেন। তিনি অসুস্থ নন। তার লোকজন মিথ্যা নাটক সাজাচ্ছেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী, হাছান মাহমুদ, আবদুস সোবহান গোলাপ, আবদুস ছাত্তার, এস এম কামাল, সুজিত রায় নন্দী, এডভোকেট নাভানা এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend