‘খালেদা-অমিত শাহর ফোনালাপ নিয়ে বিভ্রান্তি উদ্দেশ্যমূলক’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট অমিত শাহর ফোনালাপ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপাসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিবৃতিতে শুক্রবার সন্ধ্যায় এ কথা জানানো হয়।
এতে বলা হয়, দুই নেতার কুশলবিনিময় সম্পর্কে কতিপয় সংবাদমাধ্যমে বিভ্রান্তকর প্রচারণার দিকে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
মারুফ কামাল খান বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে সকলকে আবারও জানাতে চাই, সংবাদমাধ্যমে গতকাল বৃহস্পতিবার দেওয়া তথ্য সম্পূর্ণ সঠিক। বিজেপি প্রধান সরাসরি টেলিফোন আলাপে খালেদা জিয়ার কুশলাদি সম্পর্কে খবর নিয়েছেন। অমিত শাহ কিংবা তার অধীনস্ত সংশ্লিষ্ট কারও থেকে এর সত্যতা নিরূপণ না করে অজ্ঞাতনামা কূটনৈতিক বা অন্যান্য সূত্রের বরাত দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা খুবই অনভিপ্রেত।’
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের প্যাডে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী দুইটি দেশের দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের মধ্যে টেলিফোন আলাপ একটি প্রত্যাশিত ও স্বাভাবিক ঘটনা। এ নিয়ে ভিত্তিহীন দাবির কোনো অবকাশ যেমন নেই। তেমনই এ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টাও সর্ম্পূর্ণ উদ্দেশ্যমূলক।