কূটনৈতিক পাড়ায় ককটেল, ২ গাড়িতে আগুন
রাজধানীর গুলশান-২ কূটনৈতিক পাড়ায় ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।
এদিকে ২০ দলীয় জোটের ডাকা অর্নির্দিষ্টকালের অবরোধের চতুর্থ দিনে রাজধানীর মহাখালীর নাবিস্কোর সামনে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে একটি যাত্রীবাহী বাসে এবং কেরানীগঞ্জের জেলখানার পাশে একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘কানাডিয়ান এ্যামবাসির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছি। ওই এলাকায় তো আরও অনেক এ্যামবাসি রয়েছে। আমাদের টহল টিম ঘটনাস্থলে গিয়েছে সত্যতা নিশ্চিত করার জন্য।’
কেরানীগঞ্জের ঘটনার সত্যতা স্বীকার করেছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিজয়। তিনি বলেন, ‘এমন একটি ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়েছে।’
ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বলেন, ‘মহাখালীর নাবিস্কোর সামনে সন্ধ্যা ৭টার দিকে বলাকা পরিবহনের (ঢাকা মেট্রো- জ-১১-১৭০৭) একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নির্বাপন করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে বলে জানা যায়নি।’