পুলিশ পেটানোর ঘটনায় গ্রেফতার ২ সাংবাদিক পেটানো পুলিশ কনস্টেবল
রাজশাহীতে পিকেটারদের ধরতে গিয়ে যমুনা টেলিভিশনের সাংবাদিক সোহরাব হোসেনকে মারধরের অভিযোগে পুলিশ কনস্টেবল বুলবুলকে ক্লোজড করা হয়েছে।
এদিকে, অস্ত্র কেড়ে নিয়ে পুলিশ পেটানোর ঘটনায় দুই জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেফতার করেছে র্যাব।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. সামসুদ্দিন শুক্রবার দুপুরে সাংবাদিক সোহরাব হোসেনকে মারধরের অভিযোগে পুলিশ কনস্টেবল বুলবুলকে ক্লোজড করেন। এ ছাড়া ওই সময় দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) এস এম জাহাঙ্গীর হোসেনসহ অন্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে অবরোধের সমর্থনে মিছিলের খবর পেয়ে সাংবাদিকরা রাজশাহী কলেজ এলাকায় যান। ছাত্রদল মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রদলকর্মীরা রাজশাহী কলেজের হোস্টেলের মধ্য দিয়ে পালিয়ে যায়। এ সময় যমুনা টেলিভিশনের সাংবাদিক সোহরাব হোসেন কলেজ হোস্টেল মাঠে সহপাঠীদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন। পিকেটারদের ধরতে না পেরে পুলিশ সদস্যরা হোস্টেল মাঠে সাংবাদিক সোহরাব হোসেনের ওপর চড়াও হন। পুলিশ কনস্টেবল বুলবুল তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। সেখানে উপস্থিত অন্য সাংবাদিকরা সোহরাবের পরিচয় পুলিশকে জানালেও তিনি মারধর অব্যাহত রাখেন।
পুলিশের মুখপাত্র আরও জানান, ওই ঘটনার পর দুপুরে সাংবাদিকরা পুলিশ কমিশনার মো. সামসুদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেন। এরপর পুলিশ কমিশনার ঘটনায় জড়িত পুলিশ কনস্টেবল বুলবুলকে পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেন। এ ছাড়া ওই সময় দায়িত্বে থাকা বোয়ালিয়া মডেল থানার এসআই এস এম জাহাঙ্গীর হোসেনসহ অন্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন।
এদিকে, অবরোধের প্রথম দিন রাজশাহীতে অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে পেটানো ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- আসাদ শেখের ছেলে ইলিয়াস (৩১) ও ইসমাইলের ছেলে শামসুদ্দিন (৩৫)।
বৃহস্পতিবার গভীর রাতে নগরীর আসাম কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইলিয়াস ও শামসুদ্দিনের বাড়ি বোয়ালিয়া থানার আসাম কলোনি এলাকায়। তারা দু’জনই ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
উল্লেখ্য, অবরোধের প্রথম দিন নগরীর সপুরা ওয়াসা ভবনের সামনে পুলিশের ওপর হামলার সঙ্গে ওই দু’জন সরাসরি জড়িত ছিল। ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে র্যাব।