দিস ইজ অ্যা ফেক নিউজ : অমিত শাহ
বিএনপি সভাপতি খালেদা জিয়ার সঙ্গে ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট অমিত শাহ দিল্লিতে সাংবাদিকদের জানান, দিস ইজ অ্যা ফেক নিউজ। আর তাকে (খালেদা জিয়াকে) ফোন করা হয়নি।
এছাড়া বিজেপির কোনো নেতার সাথে বিএনপির কোনো নেতার টেলিফোনে কথা হয়নি বলে নিশ্চিত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি রাহুল সিনহা।
তিনি বলেন, আমি বা আমরা অন্য দেশের বিষয়ে ইন্টারেস্টেড নই। মাথাও ঘামাই না। আর কেনই বা কথা হবে।
এদিকে কলকাতার সাংবাদিকরা বলছেন, বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ খালেদা জিয়াকে ফোন করলে তার প্রভাব পড়তো পশ্চিমবঙ্গে। এটা বিজেপি তথা অমিত শাহ খুব ভালোভাবেই জানেন। এখন কেউ যদি তাকে ফোন করে তাহলে বিষয়টি আলাদা।
ভারতের কূটনৈতিক সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজে এ বিষয়ের (ফোনের) সত্যতা অমিত শাহর কাছে জানতে চেয়েছিলেন। অমিত জানিয়েছেন, তিনি তো ফোন করেনইনি, বরং বিএনপির তরফে দু’বার তার দফতরে ফোন করা হয়েছিল।