‘জুলুম-নিপীড়ন যত বাড়বে আন্দোলন বৃদ্ধি পাবে’
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকারের জুলুম-নিপীড়ন যত বাড়বে জনগণের প্রতিরোধ আন্দোলন ততই বৃদ্ধি পাবে এবং আন্দোলন আরও বেগবান হবে।’
এক বিবৃতিতে শনিবার রাতে তিনি এ সব কথা বলেন।
জুলুম-নির্যাতন, দমন-পীড়ন ও গণ-গ্রেফতার, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ডা. শফিকুর বলেন, ‘অন্যথায় জনতার আন্দোলনে সরকারকে করুণ পরিণতি বরণ করতে হবে। গণ-আন্দোলনের মাধ্যমেই এই ভোটাধিকার হরণকারী অবৈধ সরকারের পতন হবে ইনশাআল্লাহ।’
বিবৃতিতে তিনি দাবি করেন, ২০ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে গোটা দেশ অচল হয়ে পড়েছে। রাজধানী ঢাকা থেকে সকল জেলা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অথচ সরকার জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করে চলমান আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে আখ্যায়িত করে দেশব্যাপী জুলুম, নির্যাতন ও রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। সরকারের অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণে দেশের রাজনৈতিক সংকট প্রকট আকার ধারণ করেছে। দেশের সুশীল সমাজ, ব্যবসায়ী সম্প্রদায়, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিক্ষাবিদসহ গণতান্ত্রিক বিশ্বের পক্ষ থেকে চলমান সংকট নিরসনের জন্য সরকারকে কার্যকরী ও উদ্যোগী ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার তা অগ্রাহ্য করে দেশব্যাপী দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে।’
শফিকুর রহমান বলেন, ‘আজ (শনিবার) অবরোধ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে এবং হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করেছে।’
তিনি আরও বলেন, ‘গণবিচ্ছিন্ন সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করে দেশের জনগণের ওপর ফ্যাসিবাদী দুঃশাসন চালাচ্ছে। সরকারের জুলুম-নির্যাতন যতই বাড়ছে জনগণের প্রতিরোধ আন্দোলন ততই বেগবান হচ্ছে। দেশের জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে যেমন কোনো স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারেনি, তেমনি বর্তমান স্বৈরাচারী সরকারও টিকে থাকতে পারবে না।’
তিনি সরকারের হামলা-মামলা ও গণ-গ্রেফতার অভিযান উপেক্ষা করে মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচি অব্যাহত রেখে আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে অত্যাচার-নির্যাতন, গণ-গ্রেফতার অভিযান ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে ২০ দলীয় জোটের সারাদেশে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
অপর এক বিবৃতিতে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরী আমীর আতাউর রহমানকে জামিনে বের হওয়ার পর জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই সরকার তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।’