বিটিভি কার্যালয়ে ফের ককটেল বিস্ফোরণ
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে ফের ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুর দেড়টার দিকে প্রধান ফটকের ভেতরে একটি ককটেল বিস্ফোরণের পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে দ্বিতীয় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটাল দুর্বৃত্তরা।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তরফদার বলেন, ‘বিটিভির প্রধান ফটকের ভেতরে পৌনে ৬টার দিকে একটি ককটেল বিস্ফোরণ হয়। এর আগে দুপুর দেড়টার দিকে একই ফটকের ভেতরে ককটলে বিস্ফোরণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’
মাহবুবুর রহমান তরফদার আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’
এর আগে শনিবার দুপুরে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রামপুরা থানার পরিদর্শক আলমগীর ভূঁইয়া জানান, দুপুর দেড়টার দিকে বিটিভি কার্যালয় লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। ককটেলটি প্রধান ফটকের ভেতরে বিস্ফোরিত হয়।