হরতালের সমর্থনে সিলেট বিএনপি’র মিছিল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ডাকা রবিবার হরতালের সমর্থনে সিলেট বিএনপি মিছিল করেছে।
নগরীর রিকাবীবাজার থেকে শনিবার বিকেল ৪টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। মিছিলটি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের ফটকের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, বিএনপি নেতা আলী আহমদ, হাবিবুর রহমান হাবিব, হুমায়ুন কবীর শাহীন, আজমল বখত সাদেক, মিফতাহ সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, মাহবুব চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, রেজাউল করিম, যুবদল নেতা মামুনুর রহমান মামুন, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরী, আবদুর রউফ, আবুল মুনতাসির চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে শুক্রবার সিলেট জেলা ও মহানগর বিএনপি’র এক জরুরি সভা থেকে রবিবার জেলাজুড়ে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।