‘তারেক রহমান দেশে ফিরতে পারবে না’
তারেক রহমান দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
তিনি বলেন, ‘তারেক রহমানের নামে ইতোমধ্যেই রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সে দেশে ফিরতে পারবে না।’
শনিবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর তিলাই এলাকায় দুধকুমর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।
এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়। বঙ্গবন্ধু একটি ইতিহাস। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তারেক রহমান বঙ্গবন্ধু সম্পর্কে কিছুই জানেন না। সুতরাং তার এসব বক্তব্য কোন শিক্ষিত মানুষের বক্তব্য হতে পারে না।
পরিদর্শন শেষে মো. ফজলে রাব্বি মিয়া দুস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির উদ্বোধন করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় ডেপুটি স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে একটি দল উঠে পড়ে লেগেছে।
এ সময় স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে মুক্তিযোদ্ধাদের সর্বদা প্রহরীর মতো সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এছাড়া সোনাহাট স্থল বন্দর পরিদর্শন করেন ডেপুটি স্পিকার। এ সময় পথ সভায় সোনাহাট স্থলন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টি, বিএনপি-জামায়াতের ৬০ জন নেতাকর্মী ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়াকে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।