কিশোরগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে নিহত ১ : অসুস্থ শতাধিক

kishoregonjকিশোরগঞ্জ জেলার নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে একজন নিহত হয়েছেন। অসুস্থ হয়েছেন শতাধিক ব্যক্তি। শনিবার বিকেল ৫টা পর্যন্ত ২৬ জনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসক রেজা আহমেদ জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় জনাব আলী (৬০) মারা যান।
নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মজিদ বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই পেটের পীড়া, বমি ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপতালে চিকিৎসায় নিচ্ছেন।’
এলাকাবাসী জানান, শুক্রবার উপজেলা সদরের পূর্বগ্রাম এলাকার কুদরত আলীর ছেলে মোছা খানের সঙ্গে একই উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের রইছ উদ্দিনের মেয়ে রোজিনা আক্তারের বিয়ে হয়। ওইদিন তিন শতাধিক অতিথি বিয়ের অনুষ্ঠানে মেয়ের বাড়িতে দাওয়াত খেতে আসেন।
দাওয়াত খাওয়ার পরের দিন শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৬ জনকে নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদেরসহ অন্তত শতাধিক ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend