রেলের নাশকতা ঠেকাতে নামছে ৮ হাজার আনসার-ভিডিপি
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধে রেল যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ও রেলপথের নাশকতা ঠেকাতে সোমবার থেকে কাজ শুরু করেছে আট হাজার ৩২৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য।
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সঙ্গে প্রচলিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘রেলের নাশকতা ঠেকাতে দেশের এক হাজার ৪১টি স্পর্শকাতর স্থানে আনসার ও ভিডিপির ৮ জন করে সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া দেশের প্রচলিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের সার্বিক সহায়তা করবেন।’
মন্ত্রী বলেন, ‘বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রতিটি আন্তঃনগর ট্রেনের আগে আর্মস পুলিশের বহর নিয়ে নিরাপত্তা ট্রেনও ছাড়া হচ্ছে। আমরা রেলের সচল অবস্থা বজায় রাখতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।’