মঞ্চে প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে ৩টায় মঞ্চে ওঠেন। এখন নির্ধারিত বক্তারা বক্তব্য দিচ্ছেন।
তবে সমাবেশ শুরুর প্রাক্কালে অদূরে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় অনেকের মাঝে আতঙ্ক দেখা দেয়।
সরেজমিন দেখা গেছে, বিপুল সংখ্যক মানুষ সোহরাওয়ার্দীর সমাবেশস্থলের দিকে যাচ্ছেন। আবার অন্য একটি অংশ সমাবেশস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সোমবার বিকেল পৌনে ৩টার দিকে সোহরাওয়ার্দীতে সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশ শুরুর আগে সোহরাওয়ার্দীর প্রবেশ পথ সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে আতঙ্ক দেখা যায়।
সমাবেশে যোগ দিতে দুপুরথেকেই যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। তাদের মিছিলের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা যায়। হরতাল আর অবরোধের মধ্যে গাড়ির স্বল্পতায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
এর আগে, সোমবার সকালে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এমন দাবি করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক আদেশে সোমবার সকালে ঢাকায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ডিএমপির ওয়েবসাইটে এমন তথ্য দেওয়া হয়েছে।