দুদুর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালতে সোমবার দুপুরে এ আবেদন করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান রিমান্ড আবেদন করেন।
এর আগে, রবিবার রাতে রাজধানীর মিরপুর এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুজ্জামান দুদু মিরপুরের একটি রোস্তোরাঁয় দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান জানান, শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মিরপুর এলাকায় বোমা হামলাসহ কয়েকটি মামলা আছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।